Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক) উপবৃত্তিঃ

১। মাধ্যমিক ও দাখিল সত্মরেরঃউপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসটি মাধ্যমিক ও দাখিল সত্মরের ছেলে মেয়েদের উপবৃত্তি প্রদান করে থাকে এবং ১০ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের ফরম পূরনের জন্য অর্থ দিয়ে থাকে। ছাত্র-ছাত্রীদের বিপরীতে প্রতিষ্ঠানকে টিউশন ফি প্রদান করে থাকে।

২। উচ্চ মাধ্যমিক সত্মরঃমেয়েদের শিÿার হার বৃদ্ধির জন্য  উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুধুমাত্র মেয়েদেরে উপবৃত্তি প্রদান করে থাকে।

৩। সণাতকঃএ বছর থেকে বর্তমান সরকার মেয়েদের শিÿার হার আরো বৃদ্ধির জন্য সণাতক ও সমমান পর্যায় ছাত্রীদের উপবৃত্তি প্রদান করে।

খ) বিনামূল্যে পাঠ্যপুসত্মক বিতরণঃ

 মাধ্যমিক ও দাখিল সত্মরের ৬ষ্ঠ থেকে  ৯ম শ্রেনী  এবং এবতেদায়ী  ১ম থেকে ৫ম শ্রেনী পর্যমত্ম বিনামূল্যে পাঠ্যপুসত্মক বিতরণ করে থাকে।

গ) শিÿক প্রশিÿণঃমাধ্যমিক ও দাখিল  পাঠদানের মান উন্নয়নের জন্য  বিষয় ভিত্তিক শিÿকদের (বাংলা, ইংরেজী, অংক, বিজ্ঞান, হিসাব বিজ্ঞান) প্রশিÿণ প্রদান করা হয়ে থাকে।

ঘ) আইসিটিঃআইটি দÿতা উন্নয়নের জন্য প্রায় প্রতিটি শিÿাপ্রতিষ্ঠনে কম্পিউটার শিÿককে প্রশিÿন প্রদান করে ল্যাপটপ, মালটিমিডিয়া, প্রজেক্টর, মডেম বিতরণ করা হয়েছে।